২৪ ঘন্টা অনলাইন : মেশিন ক্রয় সংক্রান্ত দুর্নীতির অভিযোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান পরিচালনা করেছেন দুর্নীতি দমন কমিশন। সোমবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুর্নীতি দমন কমিশন সম্মিলিত জেলা কার্যালয় রংপুরের উপ-পরিচালক মোহাম্মদ শাওন মিয়া এ অভিযান পরিচালনা করেন।
দুদক কর্মকর্তা বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেসথেসিয়ার ভেপুরাইজার মেশিন জার্মানির হায়ার কোম্পানির নামে বিল করা হলেও চায়নার মেশিন প্রদান করা হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এমন ১৯টি মেশিন রয়েছে। এর বেশিরভাগ মেশিন চায়নার দেয়া হয়েছে। জেলা কার্যালয়ের পক্ষ থেকে ঢাকায় এ বিষয়ে প্রতিবেদন পাঠানো হবে। এর প্রেক্ষিতেই ব্যবস্থা গ্রহণ করার হবে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেন, বিগত সময়ের টেন্ডারে ক্রয় করা মেশিন বিষয়ে দুদক অভিযান পরিচালনা করেছেন। আগের টেন্ডারের মাধ্যমে এই মেশিনগুলো ক্রয় করা হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হবে।
২৪ঘন্টা/এআর