বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
Proval Logo

বাগেরহাটে দুই শতাধিক থ্যালাসেমিয়া রোগীকে বিনামূল্যে রক্তদান

প্রকাশিত - ১৬ জানুয়ারি, ২০২৫   ১২:০৭ এএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : বাগেরহাট জেলায় আজ দুই শতাধিক থ্যালাসেমিয়া রোগীর জন্য রক্ত সংগ্রহ ও বিনামূল্যে রক্তদান করা হয়েছে।

আজ বুধবার দিনব্যাপী বাগেরহাট জেলা পরিষদ মিলনায়তনে গ্লোবাল ইয়ুথ হারমোনি ইনিশিয়েটিভ ও ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের আয়োজনে এই রক্তদান ও সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

রক্তদাতা সংগঠন ‘আলোর পথ’এর সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক জানান, বাগেরহাটের ৪১টি রক্তদাতা সংগঠনের দুই শতাধিক রক্তদাতা এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বাগেরহাট ২৫০-শয্যা জেলা হাসপাতালের একটি দল এ কাজে সহযোগিতা করেছে। বুধবার দুইশতাধিক থ্যালাসেমিয়া রোগীকে রক্তদান করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

বাগেরহাটের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান বলেন, অটোজোমাল মিউট্যান্ট প্রচ্ছন্ন জিন ঘটিত বংশগত রোগ থ্যালাসেমিয়া। এই রোগে আক্রান্তরা সাধারণত রক্তে অক্সিজেন স্বল্পতা বা অ্যানিমিয়াতে ভুগে থাকেন।

সুস্থ্য থাকতে থ্যালাসেমিয়া রোগীদের দুইসপ্তাহ থেকে চার সপ্তাহের মধ্যে রক্ত দেয়া লাগে। রোগী ও রোগীর স্বজনদের রক্ত সংগ্রহের ভোগান্তি কমাতে এ উদ্যোগ নেয়া হয়েছে। পরে, রক্ত নিতে আসা থ্যালাসেমিয়া রোগীদের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
২৪ঘন্টা/এআর
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন