বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
Proval Logo

‘একদশ চার ১৪তে পুণ্যভূমি’

প্রকাশিত - ১৪ জানুয়ারি, ২০২৫   ১১:০৫ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : তারুণ্যের উন্মাদনায় সব সময় বিপ্লবিক পরিবর্তন এসেছে, এরূপ একটি তারুণ্যদিপ্ত সংগঠনের নাম “থিয়েটার পুণ্যভূমি”। যারা বিশ্বাস করে শিল্পভূমির শৈল্পিক কর্ষনেই ফলতে পারে সচেতনতার শৈল্পিক সোনালী ফসল।

২০১১ সালের ৮ জানুয়ারি নাট্যজন জুলফিকার হুসাইন সোহাগের নেতৃত্বে কয়েকজন তরুণ নাট্যকর্মীর প্রচেষ্ঠায় প্রতিষ্ঠিত হয় থিয়েটার পুণ্যভূমি।

বর্তমানে থিয়েটার পুণ্যভূমি ১৪ বছরে পদার্পণ করছে। এই কয়েক বছরেই পুণ্যভূমি প্রায় ৫টি প্রযোজনা মঞ্চে আনতে সক্ষম হয়েছে। সেগুলো হলো- ড. লুৎফর রহমান রচিত নাটক “মাকড়সা” , বিষ্ণ বসু রচিত “শান্তি রক্ষক”, সুকুমার রায় রচিত “অবাক জলপান”, কবি শামসুর রাহমানের তোমাকে পাওয়ার জন্য হে স্বাধিনতা কবিতা অবলম্বনে নাটক “তোমার জন্য স্বাধিনতা” এবং ময়মনসিংহ গীতিকা অবলম্বনে নাটক “মহুয়া” যার প্রত্যকটিই নির্দেশনা দিয়েছেন নাট্যজন জুলফিকার হুসাইন সোহাগ।

এ ছাড়া বাংলা সাংস্কৃতির যেকোন উৎসব পালনেও থিয়েটার পুণ্যভূমির ভূমিকা থাকে চোখে পড়ার মতই। থিয়েটার পুণ্যভূমি ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি কেন্দ্রিক একটি দল তাই অধিকাংশ সদস্যই ঢাকা বিশ্ববিদ্যালয় ও অন্যন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

এবার চৌদ্দতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৬ষ্ঠ প্রযোজনা নাটক “গুজব” মঞ্চে আনছে থিয়েটার পুণ্যভূমি। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন জুলফিকার হুসাইন সোহাগ। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সোহাগ আশরাফি, সোহান বাবু, শুভ রহমান, রেজওয়ান রাফি, ঐশী রায়, তাসমিয়া সাবা, সোহেল বিশ্বাস ও জুলফিকার হুসাইন সোহাগ।

সমসাময়িক ও ইতিহাস নির্ভর এই নাটকটি দর্শক সাড়া পাবে বলে আশা করছেন থিয়েটার পুণ্যভূমি নাট্যকর্মীরা।

নাটক ছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকীতে থাকছে নাচ, যা পরিবেশন করবে “বাংলাদেশ একাডেমী অব ফাইন আর্টস”। অনুষ্ঠানের শুরুতেই ২০২৪ সালের জুলাই বিপ্লবে শহীদ হওয়া সকল বীরদের স্বরণে উদ্বোধনী নৃত্য পরিবশন করা হবে। এছাড়া অনুষ্ঠানের মধ্যভাগে শিকড়ের গান পরিবেশিত হবে। যেখানে গান করবে বাংলাদেশের স্বনামধন্য মিউজিক্যাল ব্যান্ড “শিকড়ে”।

সবশেষে রাতের ভোজ হিসবে পরিবেশিত হবে প্রায় ২৫ আইটেমের ভর্তা আর গরম ভাতের সঙ্গে গাওয়া ঘি। সম্পূর্ণ অনুষ্ঠান সঞ্চালনা করবেন তাহমিনা শিল্পী। মূল অনুষ্ঠান সন্ধ্যা ৬টায় হলেও দিনব্যাপি থিয়েটার আড্ডা, নাট্যকর্মীদের স্মৃতিচারণ, চায়ের কাপে ঝড়সহ থাকবে নানান রকম আয়োজন।

প্রতিবছরের ন্যায় এবারও থাকছে থিয়েটার পুণ্যভূমির বিশেষ পদক “পুণ্যনাট্যকর্মী” ও “প্রতিশ্রুতিশীল নাট্যকর্মী পদক” প্রদান। এবারে প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিপাদ্য “মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লিখা আছে অশ্রুজলে।”

সম্পূর্ণ অনুষ্ঠানটি বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে অনুষ্ঠিত হবে থিয়েটার পুণ্যভূমির আয়োজন ‘একদশ চার চৌদ্দতে পুণ্যভূমি’।

জয় হোক পুণ্যভূমির, জয় হোক নাটকের, জয় হোক নাট্যপ্রেমি সকল মানুষের।
২৪ঘন্টা/এআর

 

 

 


 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন