২৪ঘন্টা অনলাইন : কুমিল্লায় দুটি বিদেশি অস্ত্র ও দেশীয় বিভিন্ন অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী।
সোমবার রাতে নগরীর অশোকতলা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- নগরীর অশোকতলা এলাকার মৃত মোবারক আলীর ছেলে জাকির হোসেন (৩৮) ও একই এলাকার মৃত আব্দুল আলীর ছেলে লিটন (৪২)। পরে তাদেরকে কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনাবাহিনীর ২৩ বীরের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন সাদমানের নেতৃত্বে জাকির হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় জাকির হোসেনকে জিজ্ঞাসাবাদ করলে তার স্বীকারোক্তি অনুযায়ী তার গ্যারেজের টিনশেড থেকে একটি ৭.৬৫ মিমি পিস্তল উদ্ধার করা হয়।
পরে জাকিরের দেয়া তথ্যের ভিত্তিতে ২৩ বীরের দল রাতভর অভিযান চালিয়ে সন্ত্রাসী লিটনকে (৪২) তার বাড়ি থেকে আটক করা হয়। এসময় লিটনের কাছ থেকে আরেকটি ৭.৬৫ মিমি পিস্তল, দুটি চীনা চাপাতি, দুটি চীনা কুঠার, একটি চীনা চাকু এবং পাঁচটি দেশীয় ছুরি উদ্ধার করা হয়।
২৪ঘন্টা/এআর