বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
Proval Logo

সীমান্তে সাড়ে ৬ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ

প্রকাশিত - ১৪ জানুয়ারি, ২০২৫   ০৯:২৮ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : বেনাপোলে বিজিবি অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, চাদর, তৈরী পোশাক, নেশা জাতীয় ট্যাবলেট, মলম, চকলেট, বিভিন্ন প্রকার ওষুধ এবং কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়েছে। এ সময় ভারতীয় গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার সকালে বেনাপোল বিওপি, আমড়াখালী চেকপোস্ট, বেনাপোল আইসিপি এবং ধান্যখোলা সীমান্ত এলাকায় বিশেষ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৬ লাখ ৩৯ হাজার ৭৫১ টাকা মূল্যের ভারতীয় নেশা জাতীয় ট্যাবলেটসহ নানান পণ্য সামগ্রী আটক করা হয়।

এ সময় বেনাপোল পোর্ট থানার স্বরবাংহুদা গ্রামের ওলিয়ার রহমানের ছেলে আসাদুর রহমানকে ভারতীয় তিন কেজি গাঁজাসহ আটক করা হয়েছে।

বিজিবি অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, চোরাকারবারী কর্তৃক মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করছিল। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

দেশের রাজস্ব ফাঁকি রোধ এবং দেশের তরুণ ও যুব সমাজকে মাদকের ছোবল হতে রক্ষা করায় বিজিবির এই মহতী উদ্যোগ বলে জানান তিনি।
২৪ঘন্টা/এআর

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন