বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
Proval Logo

নতুন বছরে দর্শকদের ভালো কাজ উপহার দিতে চান রুবাইয়া এশা

প্রকাশিত - ১৩ জানুয়ারি, ২০২৫   ১০:০০ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : শোবিজ অঙ্গনে নতুন মুখ রুবাইয়া এশা। নতুন হলেও বেশ অল্প সময়ে কাজ করেছেন দেশের গুণী নাট্যনির্মাতাদের সঙ্গে। ইতোমধ্যেই বেশ কিছু কাজ দিয়ে দর্শকদের মন জায়গা করে নিয়েছেন তিনি।

ভালোলাগা থেকে অভিনয় শুরু করলেও এখন তার কাছে ভালোবাসায় রুপ নিয়েছে অভিনয়। রুবাইয়া এশা বলেন, ‘অভিনয় আমার প্রাণের খোরাক, প্রাণ না থাকলে যেমন মানুষ বাঁচে না তেমনি অভিনয় ছাড়া আমি প্রাণহীন দেহের মতন। অভিনয় আমার আত্মাকে স্পর্শ করে। যখন যে চরিত্রে কাজ করি হৃদয়ে ধারণ করি এবং ব্যক্তি এশা তখন সেই চরিত্র হয়ে ওঠে।’

নতুন বছরের কাজ নিয়ে তিনি বলেন, ‘নতুন বছরে কিছু কাজ এরইমধ্যে করা হয়ে গেছে আরও বেশ কিছু কাজর কথা চলছে আর পাইপ লাইনে রয়েছে আরও কিছু কাজ। আশা করা যায় ২০২৫ এ দর্শকদের ভালো ভালো কাজ উপহার দিতে পারবো।’

অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপনেও নাম লিখিয়েছেন এই অভিনেত্রী।কাজ করেছেন অমিতাভ রেজা চৌধুরী, শাহরিয়ার পুলক, রাসেল শিকদারসহ আরও অনেকের সঙ্গে।
২৪ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন