বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
Proval Logo

মোদির সঙ্গে শেখ হাসিনাসহ এক মঞ্চে অতিথিরা

প্রকাশিত - ০৯ জুন, ২০২৪   ১১:২১ পিএম
webnews24
আন্তর্জাতিক ডেস্ক

প্রভাত রিপোর্ট :  নতুন করে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন নরেন্দ্র মোদি। রোববার রাজধানী নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে জঁমকালো আয়োজনের মধ্যে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। প্রধানমন্ত্রী মোদি ছাড়াও এদিন ভারতের নতুন জোট সরকারের ৭২ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী শপথ নেন।
শপথ গ্রহণ শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আমন্ত্রিত অতিথিদের মঞ্চে ডেকে নেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। এরপর তারা একসঙ্গে সবাই ছবি তোলেন।

এর আগে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় দিল্লির রাষ্ট্রপতি ভবনে উপস্থিত হন শেখ হাসিনাসহ আমন্ত্রিত অতিথিরা। এ সময় তারা মঞ্চের সামনে আসন গ্রহণ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকালই ভারতে যান। ভারতে অবতরণের পর উষ্ণ অভ্যর্থনায় তাকে বরণ করে নেওয়া হয়।
ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর সঙ্গে কথা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এই ৭২ জনের মধ্যে ৩০ জন পূর্ণমন্ত্রী, ৩৬ জন প্রতিমন্ত্রী এবং পাঁচজন ইন্ডিপেনডেন্ট চার্জ। তবে কাকে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে সেটি আজ নির্ধারণ করা হয়নি। পরে যে কোনো সময় এ ব্যাপারে ঘোষণা দেওয়া হবে।

যারা মন্ত্রিত্ব পেয়েছেন তারা হলেন—

রাজনাথ সিং
অমিত শাহ
নিতিন গড়করি
জেপি নাড্ডা
শিবরাজ সিং চৌহান
নির্মলা সীতারমন
এস জয়শঙ্কর
মনোহর লাল খট্টর
এইচডি কুমারস্বামী
পীযূষ গয়াল
ধর্মেন্দ্র প্রধান
জিতন রাম মাঞ্জি
রাজীব রঞ্জন সিং ওরফে লালন সিং
সর্বানন্দ সোনোয়াল
ডাঃ বীরেন্দ্র কুমার
কিঞ্জরাপু রাম মোহন নাইডু
প্রহ্লাদ জোশী
জুয়াল ওরাম
গিরিরাজ সিং
অশ্বিনী বৈষ্ণব
জ্যোতিরাদিত্য সিন্ধিয়া
ভূপেন্দর যাদব
গজেন্দ্র সিং শেখাওয়াত
অন্নপূর্ণা দেবী
কিরেন রিজিজু
হরদীপ সিং পুরী
মনসুখ মান্ডাভিয়া
জি কিষাণ রেড্ডি
চিরাগ পাসওয়ান
সি আর পাতিল
রাও ইন্দ্রজিৎ সিং
জিতেন্দ্র সিং
অর্জুন রাম মেঘওয়াল
প্রতাপরাও গণপতরাও যাদব
জয়ন্ত চৌধুরী
জিতিন প্রসাদা
শ্রীপাদ নায়েক
পঙ্কজ চৌধুরী
কৃষাণ পাল গুর্জর
রামদাস আটওয়ালে
রাম নাথ ঠাকুর
নিত্যানন্দ রাই
অনুপ্রিয়া প্যাটেল
ভি সোমান্না
ডাঃ চন্দ্র সেখর পেমমাসানি
এসপি সিং বাঘেল
শোভা করন্দলাজে
কীর্তি বর্ধন সিং
বিএল ভার্মা
শান্তনু ঠাকুর
সুরেশ গোপী
এল মুরুগান
অজয় তমটা
বন্দী সঞ্জয় কুমার
কমলেশ পাসোয়ান
ভগীরথ চৌধুরী
সতীশ চন্দ্র দুবে
সঞ্জয় শেঠ
রবনীত সিং বিট্টু
দুর্গা দাস উইকে
রক্ষা খাডসে
সুকান্ত মজুমদার
সাবিত্রী ঠাকুর
তোখন সাহু
রাজভূষণ চৌধুরী
ভূপতিরাজু শ্রীনিবাস ভার্মা
হর্ষ মালহোত্রা
নিমুবেন জয়ন্তীভাই বামহানিয়া


এদিকে মোদির নেতৃত্বে এবার ভারতের গঠিত হয়েছে জোট সরকার। কারণ তার দল বিজেপি এবারের নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন