২৪ঘন্টা অনলাইন : জেলার নিমসারে কাঁচা বাজারে সবজির দাম কমায় ক্রেতারা খুশি । বিভিন্ন প্রকারের সবজির মুল্য একেবারেই কমে যাওয়ায় স্থানীয় কৃষক ও পাইকাদের মাঝে হতাশা নেমে এসেছে। গেল দু সাপ্তাহ আগে যে সব সবজি ক্রেতাদের নাগালের অনেকটা বাইরে ছিল।
আজ সোমবার বাজার ঘুরে দেখা গেছে, ভিন্ন চিত্র। সবজির দাম কম হওয়ায় কোন রকম গাড়ি ভাড়া নিয়ে পন্য বিক্রি করে ফেরার আশায় রয়েছেন পাইকারি ব্যবসায়ীরা। তবে সবজির দাম কমায় স্বস্তিতে নিম্ন আয়ের মানুষেরা।
সকালে বাজার ঘুরে দেখা যায়,পাইকারি দামে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৩ থেকে ১৪ টাকা, ফুলকপি ৫ থেকে ৬ টাকা,পিস করলা ২০ টাকা, শিম ১২ টাকা, লাউ ১৫ টাকা, টমেটো ৪৫ থেকে ৫০ টাকা, উস্তা ২৫ টাকা, মিষ্টিকুমড়ো ২০ টাকা, নতুন আলু ৩৮ থেকে ৪০ টাকা, ঝিঙ্গা ২০ টাকা, শশা ১২ টাকা, গাজর ২৫ টাকা, শালগম ১২ টাকা, চিচিঙ্গা ১৫ টাকা, ধুন্দুল ২৫ টাকা, মুলা ৪ টাকা, কাচা কলা হালি প্রতি ১৫-২০ টাকা, বরবটি ৩৮ টাকা, চাল কুমড়ো ২ কেজির বেশী ওজনের ৫০ টাকা প্রতি পিস, বাধা কপি ১৫ টাকা, শিমের বিচি ১০০ টাকা কেজি, পুঁই শাক, লাল শাক, লাউ শাক, কুমড়ো শাক, পালং শাক, প্রতিটির মোঠা ৩ থেকে ৫ টাকা করে এভাবে বাজারে প্রায় সকল প্রকার তরিতরকারির প্রচুর সরবরাহ লক্ষ্য করা যায়। এছাড়া স্থানীয় কৃষকদের উৎপাদন করা সবজির মূল্য দেশের বিভিন্ন স্থান থেকে আসা সবজির চেয়ে ২ থেকে ৩ টাকা বেশীতে বিক্রি হচ্ছে।
এর আগে গেল দু সাপ্তাহে আগে এ বাজারে প্রতিটি লাউ লাউ ৬০ টাকা, টমেটো ১২০ থেকে ১৪০ টাকা, উস্তা ১২০ টাকা, করলা ৮০ টাকা,গাজর ১৩০ টাকা, কাঁচা মরিচ ২০০ টাকা, শিম ২০০ টাকা, ফুলকপি ১০০ টাকা, বেগুন ৭৫-৮০ টাকা, বরবটি ১২০ টাকা, ঝিঙ্গা ৬০-৬৫ টাকা, পুইঁশাক, লাল শাক, লাউ বা কুমড়া শাকের মোঠা ৪০-৪৫ টাকা বা তার চেয়েও বেশী দামে বিক্রি হয়েছে।
নিমসার বাজারে পাইকারি ব্যবসায়ী কামরুল হাসান, মো. সহিদুল, জাহিদুর রহমান সহ অনেকে জানান, বাজারের প্রায় সকল প্রকারের সবজি ব্যাপক সরবরাহ থাকায় বাজার মুল্য কমে গেছে। এছাড়া সাম্প্রতিক সময়ে দেশব্যাপী বন্যার পর কৃষকরা একযোগে চাষাবাদ করে, পাশাপাশি বছরের অন্যান্য সময়ের তুলনায় আমাদের দেশে শীতকালে প্রচুর শাকসব্জি উৎপন্ন হয়। এতে করে সারাদেশ থেকে পাইকাররা একযোগে বিক্রির জন্য বাজারের নিয়ে আসে। এ অবস্থায় চাহিদার তুলনায় সরবরাহ বেশী হওয়ায় দাম পড়ে যায়।
২৪ঘন্টা/এআর