বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
Proval Logo

বিএমডিএ’র প্রকৌশলীকে লাঞ্ছিত, দপ্তর ভাঙচুর

প্রকাশিত - ০৬ জানুয়ারি, ২০২৫   ০৯:০৪ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : কাজ না দেওয়ায় রাজশাহী বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) এক প্রকল্প পরিচালককে (পিডি) নিজ কার্যালয়ে লাঞ্ছিত করা হয়েছে। এ সময় তার কার্যালয়ে ভাংচুরও করা হয়। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একজন ঠিকাদার ও তার লোকজন এ ঘটনা ঘটায়।

প্রকল্প পরিচালক শহিদুর রহমান বিএমডিএ’র তত্ত্বাবধায়ক প্রকৌশলীর (চলতি) দায়িত্বপ্রাপ্ত ও ‘ভূগর্ভস্থ সেচ নালা বর্ধিতকরণের মাধ্যমে সেচ এলাকার সম্প্রসারণ’ প্রকল্পের পরিচালক।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় শহিদুর রহমানের কার্যালয়ে যান ইসলামপন্থী একটি দলের অনুসারি ঠিকাদারের লোকজন। কাজ না পাওয়ায় এ সময় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান তারা। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে তারা শহিদুর রহমানকে শারীরিকভাবে লাঞ্ছিতের ঘটনা ঘটে। এ ছাড়া তার দপ্তরও ভাঙচুর করা হয়।

শহিদুর রহমান বলেন, ‘টেন্ডার হয়েছে, এখনও রেজাল্টই হয়নি। এরই মধ্যে কাজ পাবে না মনে করে কয়েকজন ছেলে-পেলে এসে হইচই করেছে। ঠিকাদার ওদের পাঠিয়েছে। তাদের ব্যক্তিগতভাবে চেনেন না বলেও জানান তিনি।

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (ইডি) শফিকুল ইসলাম বলেন, এটি হালকা ঘটনা হলেও দুঃখজনক। এ ব্যাপারে কী পদক্ষেপ নেয়া যায়, আলোচনা করা হচ্ছে। এভাবে তো চলতে পারে না। ব্যাপারটি কৃষি মন্ত্রণালয়ের সচিবকে জানানো হয়েছে। সেখান থেকে যে সিদ্ধান্ত আসবে সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।
২৪ঘন্টা/এআর

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন