বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
Proval Logo

নরসিংদীতে কুকুরের মৃত্যুতে গ্রামজুড়ে শোক

প্রকাশিত - ০২ জানুয়ারি, ২০২৫   ০৯:৫৯ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : নরসিংদীর রায়পুরা উপজেলায় পালিত একটি কুকুরকে টেঁটাবিদ্ধ করে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। গত মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে রায়পুরা পৌর শহরের রামনগরহাটি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিবেশী রতন মিয়ার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন কুকুরের মালিক জিহাদ মিয়া।

এর আগে গত সোমবার (৩০ ডিসেম্বর) শত শত মানুষকে নিয়ে ব্যাপক আয়োজনে লাভলু নামের ওই কুকুরের জন্মদিন পালন করা হয়। সেটিকে এভাবে মারার বিষয়টি মেনে নিতে পারছেন না

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘ইটস কাশ্মীর’(Its Kashmir) নামের একটি পেজের মাধ্যমে কুকুরটিকে নিয়ে আধেয় (কনটেন্ট) তৈরি করতেন জিহাদ মিয়া। বিনোদনমূলক এসব আধেয়র সবই কুকুরটিকে নিয়ে তৈরি হতো। ভিডিওগুলো দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেখতেন দর্শকেরা। অনলাইনে ব্যাপক পরিচিতিও ছিল কুকুরটির। গতকাল লাভলুর জন্মদিন পালনের বিষয়টি ফেসবুকে প্রচারও করা হয়।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে মুরগি খেয়ে ফেলার অভিযোগ তুলে কুকুরটিকে টেঁটাবিদ্ধ করে হত্যা করার অভিযোগ ওঠে স্থানীয় রতন মিয়া (৪০) নামের এক ব্যক্তির নেতৃত্বে কয়েকজনের বিরুদ্ধে। পরে মৃত কুকুরটি নিয়ে জিহাদ মিয়াসহ এলাকার কয়েক শ লোক থানায় গিয়ে এ ব্যাপারে অভিযোগ দেন।

ঘটনার পর রতন মিয়াকে এলাকায় না পাওয়ায় অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তাঁর মুঠোফোন নম্বর না থাকায় তাঁকে ফোন করাও সম্ভব হয়নি।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ প্রথম আলোকে বলেন, কুকুরটিকে মেরে ফেলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছেন। ইতিমধ্যে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
২৪ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন