বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
Proval Logo

সুনামগঞ্জে আমন ধান-চাল সংগ্রহ অগ্রগতি পর্যালোচনা সভা

প্রকাশিত - ০২ জানুয়ারি, ২০২৫   ১০:০৪ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : জেলায় আজ আমন মৌসুমে ধান ও চাল সংগ্রহ সংক্রান্ত পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর দেড়টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে এ সভায় জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মঈনুল ইসলাম ভূইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, সুনামগঞ্জ অটোমিল মালিক সমিতির সভাপতি জিয়াউল হক ও সাধারণ সম্পাদক রাসেল আহমদ এবং মিল মালিকদের মধ্যে আব্দুল আহাদ, ফজলুর রহমান, আব্দুস শহীদ, শাহীন আহমদ, হারুনুর রশিদ প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় জানানো হয়, এবছর আমন ধান সংগ্রহর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৬০১ মেট্রিক টন। এদিন পর্যন্ত ৪১১ মেট্রিকটন ধান সংগ্রহ করা হয়েছে। এবার আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পাঁচহাজার ৩৭৭ মেট্রিক টন। এর মধ্যে সংগ্রহ করা হয়েছে ২ হাজার ১৬২ মেট্রিক টন। সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা হচ্ছে তিনহাজার ৯২ মেট্রিক টন। এরমধ্য সংগ্রহ করা হয়েছে একহাজার ১৩৮ মেট্রিক টন চাল।
২৪ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন