২৪ ঘন্টা অনলাইন : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। নিজের অভিনয় দক্ষতা দিয়ে ভক্ত-অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছেন আগেই। উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় নাটক। দেশের গণ্ডি পেরিয়ে কাজ করেছেন ওপার বাংলাতেও।
অভিনয়ের পাশাপাশি নাচেও বেশ দক্ষ তিনি। সেই সঙ্গে গত বছর দর্শক মাতিয়েছেন নিজের কণ্ঠে। নতুন বছরেই এই ধারা অব্যাহত রাখতে চান ফারিন।
শোবিজ অঙ্গনে সফলতার সঙ্গে আরও একটি বছর পার করলেন তাসনিয়া ফারিণ। আছেন ক্যারিয়ারের সেরা সময়ে। সেই জায়গা থেকেই শুরু করছেন নতুন বছর। এ বছর ফারিণ বেশকিছু প্রজেক্ট নিয়ে ব্যস্ত সময় পার করবেন। তার মধ্যে রয়েছে নতুন একটি সিনেমা ও নতুন একটি গান।
অভিনয় ও গান একসেঙ্গ চালিয়ে যাওয়ার প্রসঙ্গে গণমাধ্যমকে ফারিণ বলেন, ‘আমি কখনো প্ল্যান করে কিছু করি না। যেটা ভালো লাগে, সেটা নিয়েই কাজ করার চেষ্টা করি। সেই ভালো লাগা থেকে আমার দর্শকের জন্য নতুন একটি গান আসছে এটি নিশ্চিত। আর নতুন একটি সিনেমায় অভিনয়ের বিষয়ে কথা হচ্ছে। সেটাও মোটামুটি নিশ্চিত। এই দুটি কাজের বিষয়েই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে। আপাতত এটুকুই বলার অনুমতি আছে।’
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে অভিনেত্রী আরও বলেন, ‘আমরা ভাগ্যবান আরও একটি নতুন বছর পেয়েছি। তবে দিনটি সবার জন্যই যেন আনন্দের হয় সেই কামনাই থাকবে। আমার আনন্দ যেন কারও বিপদের কারণ না হয়, সে দিকেও আমাদের খেয়াল রাখতে হবে। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’
২০১৭ সালে ‘আমরা আবার ফিরবো কবে’ নাটকে অভিনয় দিয়ে ছোট পর্দায় তাসনিয়া ফারিণের অভিষেক হয়। মায়ের ইচ্ছেতে তিনি অভিনয় শুরু করেন। ২০১৮ সালে তিনি বিকাশের একটি বিজ্ঞাপনে মাশরাফি মর্তুজার সাথে কাজ করেন। একই বছর ফারিণ অভিনীত ভালোবাসা দিবসে ‘এক্স বয়ফ্রেন্ড’ নাটকটি বেশ পরিচিতি এনে দেয় তাকে। এরপর অনেক নাটকে দেখা গেছে অভিনেত্রীকে। করেছেন সিনেমাও। সমানতালে কাজ করেছেন ওটিটি প্লাটফরমেও।
২৪ ঘন্টা/এআর