২৪ ঘন্টা অনলাইন : সাভারের ধামরাইয়ে তুচ্ছ ঘটনায় বাকবিতণ্ডার জেরে আকাশ সরকার (২২) নামে এক তরুণের বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার মধ্যরাতে উপজেলা রোয়াইল ইউনিয়নের রোয়াইল হাইস্কুল মাঠে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে তুচ্ছ ঘটনায় বাকবিতণ্ডার জেরে স্থানীয় রাব্বি (২০) নামে এক যুবক একই এলাকার আকাশ সরকারের (২২) বুকে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক।
তবে প্রাথমিকভাবে বিবাদের বিস্তারিত কারণ জানা যায়নি। গুলিবিদ্ধ আকাশ সরকার ও মো. রাব্বি ধামরাইয়ের রোয়াইল ইউনিয়নের রোয়াইল এলাকার বাসিন্দা। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানায় থানা পুলিশ।
২৪ ঘন্টা/এআর