বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
Proval Logo

রূপগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রকাশিত - ০১ জানুয়ারি, ২০২৫   ০৯:০৩ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : নারায়ণগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ও পথচারিসহ তিনজন নিহত হয়েছেন।  এসময় আহত হন অনন্ত পাঁচজন।

বুধবার সকালে উপজেলার হাটাবো এলাকায় রূপসী-কাঞ্চন সড়কে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ।

নিহতরা হলেন- হাটাবো আতলাশপুর এলাকার রাম দাস, একই এলাকার ইবাদুল্লাহ ও নতুন বাজার এলাকার হৃদয় মিয়া।

পুলিশ জানায়, সকাল দশটার দিকে হাটাবো এলাকায় রূপসী-কাঞ্চন সড়কের পাশে ফুটপাতে জেলেদের কাছ থেকে রাম দাস ও ইবাদুল্লাহ মাছ কিনছিলেন। এসময় দ্রুত গতিতে আসা একটি  প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে রাম দাস ও ইবাদুল্লাহকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

এসময় আবু তাহের, রাধামন ও স্বর্বসর নামে আরও তিনজন পথচারী আহত হন। তাদেরকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

একই সড়কে সকাল ৭টার দিকে রূপগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে হাটাবো জেলেপাড়া এলাকায়  বিপরীত দিক থেকে দ্রুতগতিতে ছুটে আসা একটি ইটবহনকারী ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হৃদয় মিয়া নামে আরেক যুবক নিহত হন।

এসময় তার সঙ্গে থাকা মুন্না ও শান্ত দুই মোটরসাইকেল আরোহী আহত হয়। গুরুতর অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান কাচঁপুর হাইওয়ে থানার ওসি ওয়াহিদ মোরশেদ। পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকার চালক ও ইটবহণকারী ট্রলি চালক প্রাইভেটকার ও ইটবহকারী ট্রলিটি আটক করা হয়েছে।
২৪ ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন