বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
Proval Logo

সুনামগঞ্জে ১৬টি গরুসহ ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি

প্রকাশিত - ৩০ ডিসেম্বর, ২০২৪   ০৮:৫৩ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : জেলার বিভিন্ন সীমান্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় গরু, চিনি, কয়লা শুটকি, কমলা, মদ, বিয়ার প্রভৃতি জিনিসপত্র জব্দ করেছে সুনামগঞ্জ ২৮ বিজিবি’র সদস্যরা।

রোববার দিবাগত রাত হতে আজ সোমবার সকাল পর্যন্ত সুনামগঞ্জ সীমান্তের বিভিন্ন এলাকা থেকে এসব অবৈধ মালামাল জব্দ করে বিজিবি।

সোমবার দুপুর সাড়ে ১২টায় সুনামগঞ্জ ২৮-বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল রোববার দিবাগত রাত থেকে আজ সোমবার সকাল পর্যন্ত সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে বাংলাদেশের আনুমানিক ১৫০ গজ অভ্যন্তরে মালিকবিহীন ভারতীয় ১৬টি গরু, ৯৫ কেজি চিনি, একহাজার কেজি কয়লা,  ৩২০ কেজি শুটকি, ৪৪০ কেজি কমলা, ৪৩ বোতল মদ, ৬ বোতল বিয়ার, ২৭০ কেজি বাংলাদেশি সুপারি এবং ১৭০ ঘনফুট বালুভর্তি এক গাড়ি জব্দ করা হয়েছে। জব্দকৃত গরুও মালামালের আনুমানিক মূল্য ৩০ লাখ ৪১ হাজার টাকা। জব্দকৃত গরুসহ জব্দকৃত মালামাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
২৪ ঘন্টা/এআর

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন