বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
Proval Logo

অনুপ্রবেশের দায়ে সিলেট সীমান্তে ভারতীয় নাগরিক আটক

প্রকাশিত - ৩০ ডিসেম্বর, ২০২৪   ০৯:০০ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : সিলেটের গোয়াইনঘাটে সীমান্ত অতিক্রম করে বাংলাদশে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় এক নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সোমবার বিজিবির পক্ষ থেকে  এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, রোববার দিনগত রাতে উপজেলার জাফলংয়ের নতুন সংগ্রাম পুঞ্জি এলাকা থেকে ভারতীয় নাগরিক ডাব্বর লাং-কে (২৬) আটক করা হয়। আটক ডাব্বর ভারতের শিলংয়ের পানিয়াসাল থানার লাপালং গ্রামের জুবেন সুটিংয়ের ছেলে।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, আটক ভারতীয় নাগরিকের কাছ থেকে ভারতীয় মেডিসিন অ্যাডানক ২৫ গ্রাম পাউডার জব্দ করা হয়। অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে আটক ডাব্বরকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
২৪ ঘন্টা/এআর

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন