বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
Proval Logo

৩ খানের সঙ্গে কাজ করেন না শ্রদ্ধা কাপুর

প্রকাশিত - ২৩ আগস্ট, ২০২৪   ০৮:২৩ পিএম
webnews24

প্রভাত বিনোদন : ১৪ আগস্ট মুক্তির পর থেকে বক্স অফিসে ঝড় তুলেছে অমর কৌশিকের সিনেমা স্ত্রী ২। এক সপ্তাহের মধ্যেই নজির গড়ে প্রায় ৪০০ কোটি রুপি ব্যবসা করেছে শ্রদ্ধা কাপুর অভিনীত এই ছবি। এরই মধ্যে ইনস্টাগ্রামে তাঁর অনুসরণকারীর সংখ্যা ছাড়িয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুসরণকারীর সংখ্যাকে। সব মিলিয়ে সময় ভালো যাচ্ছে অভিনেত্রীর। তবে বেশ কিছু ছবিতে কাজ করলেও বলিউডের তিন খানÍশাহরুখ, সালমান ও আমিরের সঙ্গে তাঁকে অভিনয় করতে দেখা যায়নি। কিন্তু কেন? সম্প্রতি এক সাক্ষাৎকারে এ প্রশ্নের উত্তর দিয়েছেন শ্রদ্ধা। খবর হিন্দুস্তান টাইমসের। এক সাক্ষাৎকারে শ্রদ্ধাকে প্রশ্ন করা হয়, কেন তাঁকে বলিউডের তিন খানের সঙ্গে কাজ করতে দেখা গেল না? শ্রদ্ধা জানান, শাহরুখ, সালমান ও আমিরের সঙ্গে কাজ করার সুযোগ পাননি।
তিনি বলেন, ‘অনেক সময় ছবির প্রস্তাব আসে। কিন্তু চরিত্র মনে ধরে না। মনে হয় না, এই চরিত্রে কাজ করে তেমন কিছু পাওয়া যাবে। আমি কী ধরনের কাজ করব, সেটা খুব ভেবেচিন্তে নির্বাচন করি। গুণমান ও গল্প দেখে চিত্রনাট্য নির্বাচন করেন বলে দাবি করেন শ্রদ্ধা। বলিউডের তিন খান বা অন্য তারকাদের ছবিতে যদি চরিত্র পছন্দ হয়, তাহলে তিনি অবশ্যই কাজ করতে প্রস্তুত। ছবির চিত্রনাট্য ও চরিত্র পছন্দ হলে তবেই কাজ করবেন বলে স্পষ্টই জানান। স্ত্রী ২’ ছবিতে শ্রদ্ধা ছাড়াও অভিনয় করেছেন রাজকুমার রাও, অভিষেক বন্দ্যোপাধ্যায়, পঙ্কজ ত্রিপাঠি প্রমুখ।


 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন