বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
Proval Logo

যুদ্ধবিধ্বস্ত সুদানে ভারী বর্ষণে ৯ জনের প্রাণহানি

প্রকাশিত - ০৬ আগস্ট, ২০২৪   ০৯:০৯ পিএম
webnews24

প্রভাত ডেস্ক : সুদানের উত্তরে ভারী বৃষ্টিপাতের কারণে ভবন ধসে নয় জনের প্রাণহানি হয়েছে। দেশটি প্রতিদ্বন্দ্বী নিরাপত্তা বাহিনীর মধ্যে প্রায় ১৬ মাস ধরে চলা লড়াই থেকে বিরত রয়েছে। মঙ্গলবার একজন চিকিৎসক এএফপিকে এ কথা জানান। খার্তুম  থেকে প্রায় ৪০০ কিলোমিটার উত্তরে সুদানের নীল রাজ্যের একটি ছোট শহর আবু হামাদের একটি হাসপাতালের একজন কর্মচারী বলেন, তাদের বাড়িঘর ধসে নয় জনের মৃত্যু হয়েছে। অনেক আহত ব্যক্তি হাসপাতালে আসতে চলেছে। খবর এএফপি’র।

প্রতি বছর অগাস্ট মাসে, প্রবল বৃষ্টির সাথে নীল নদের স্রোত বাড়িঘর ও অবকাঠামো ধ্বংস করে এবং এ সময় পানিবাহিত রোগের মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মৃতের ঘটনা ঘটে।আবু হামাদের একজন প্রত্যক্ষদর্শী টেলিফোনে এএফপিকে বলেন, ভারী বৃষ্টির কারণে  বেশিরভাগ বাড়িঘর ও  বাজারের সমস্ত দোকান পাট ধসে পড়ে। গত সপ্তাহে,  লোহিত সাগরের উপকূলে  পোর্ট সুদানে আকস্মিক বন্যায় পাঁচজনের মৃত্যু হয়।
প্রভাত/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন