বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
Proval Logo

গোপালগঞ্জে আউশ ধানের ফলন ভাল

প্রকাশিত - ১০ জুলাই, ২০২৪   ১১:৪৩ পিএম
webnews24

প্রভাত প্রতিবেদক : আবহাওয়া অনুকূলে থাকায় জেলায় এই মৌসুমে আউশ ধানের ফলন ভাল হয়েছে। তাই লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান উৎপাদিত হবে বলে আশা করছেন কৃষি সংশ্লিষ্টরা।ক্ষেতের আউশ ধান পাকতে শুরু করেছে।  কৃষক এ ধান কেটে দ্রুত ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছেন। জেলায় আউশ ধান (চালের হিসেবে) উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ হাজার ২৭৪ টন।  

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামারবাড়ির উপ-পরিচালকের কার্যালয় থেকে জানা গেছে, চলতি আউশ মৌসুমে গোপালগঞ্জ জেলায় ২ হাজার ৯১৮ হেক্টর জমিতে আউশ ধানের আবাদ হয়েছে। প্রতি হেক্টরে (চালের হিসেবে) এ ধান ২ দশমিক ১৫ টন ফলন দেয়। সে হিসেবে এ জেলায় আউশ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ হাজার ২৭৩ দশমিক ৭০ টন।

গোপালগঞ্জ সদর উপজেলায় ৪৪৫ হেক্টর, মুকসুদপুর উপজেলায় ৩১০ হেক্টর, কাশিয়ানী উপজেলায় ৬৮৯ হেক্টর, কোটালীপাড়া উপজেলায় ৮৬৪ হেক্টর ও টুঙ্গিপাড়া উপজেলায় ৬১০ হেক্টর জমিতে আউশ ধানের আবাদ হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামারবাড়ির উপ-পরিচালক আ, কাদের সরদার বলেন, জেলার ৫ উপজেলায় আউশ মৌসুমে ২ হাজার ৯১৮ হেক্টর জমিতে আউশ ধানের আবাদ হয়েছে। এ ধান পাকতে শুরু করেছে। কিছু দিনের মধ্যেই আউশ ধান কাটা পরবে। আবহাওয়া অনুকূলে থাকায় জেলায় আউশ ধানের ফলন ভাল হয়েছে। তাই লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান উৎপাদিত হবে বলে ধারণা করা হচ্ছে।
প্রভাত/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন