বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
Proval Logo

সিলেট জেলা তথ্য অফিসের উদ্যোগে বিশ্বনাথে নারী সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত - ২৩ জানুয়ারি, ২০২৫   ১০:৩৯ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : সিলেট জেলা তথ্য অফিসের উদ্যোগে বিশ্বনাথে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার উপজেলার দিঘলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মো. সালাহ উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদ বলেন, ‘নারীদের স্বাবলম্বী হওয়ার জন্য প্রশিক্ষণের বিকল্প নেই। সরকার অনগ্রসর, অবহেলিত, বেকার নারীদের আত্মকর্মসংস্থান ও আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে অনেক প্রশিক্ষণ কেন্দ্রের ব্যবস্থা করেছে।’

জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মো. লেবাছ উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে দিঘলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উষা রানী গোস্বামীসহ অনেকেই বক্তব্য রাখেন। সমাবেশে বক্তারা নারী উন্নয়নে সরকারের গৃহিত পদক্ষেপ এবং বৈষম্যহীন বাংলাদেশ গঠনে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করেন।
২৪ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন