বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
Proval Logo

ফেনীতে বন্যা নিয়ন্ত্রণে টেকসই বাঁধ নির্মাণ করা হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রকাশিত - ০৩ জুলাই, ২০২৪   ০২:৪৫ এএম
webnews24

প্রভাত  প্রতিবেদক  : পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, মুহুরী-কহুয়া-সিলোনিয়া বন্যা নিয়ন্ত্রণে শিগগিরই বাঁধ নির্মাণ করা হবে।  বাঁধ ভেঙে ফুলগাজী ও পরশুরামে বন্যা কবলিত স্থান পরিদর্শন শেষে তিনি মঙ্গলবার দুপুরে এ কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, দুই মাসের মধ্যে বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পটি একনেকে উপস্থাপন করা হবে। আগামী বর্ষা মৌসুমের আগেই মুহুরী-কহুয়া-সিলোনিয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ শুরু করার আশা করা হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দরিদ্র দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে। ২০৪১ সালের মধ্যে আমরা সমৃদ্ধশালী দেশের পর্যায়ে পৌঁছাবো। দেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ায় এখন বড় বড় প্রকল্প নেওয়া সম্ভব হচ্ছে।’

তিনি বলেন, ‘এই অঞ্চলের দুর্দশাগ্রস্থ মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। সেই লক্ষ্যে এখানে এসেছি। আশা করছি আগামী বর্ষা মৌসুমের আগে আমরা এ এলাকাকে বন্যা সহনীয় পর্যায়ে আনতে সক্ষম হব।’

ফেনী-১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার, ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ভূঁইয়া, পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা হাবিব শাপলা প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে  প্রতিমন্ত্রী বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

সোমবার রাতে ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের পানিতে মুহুরী নদীর পানি বিপদ সীমার ১৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের চারটি স্থান ভেঙে জেলার ফুলগাজী ও পরশুরাম উপজেলার ১০টি গ্রাম প¬াবিত হয়েছে।
প্রভাত/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন