বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
Proval Logo

হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত পরিবার পেল ২৬ লাখ টাকা

প্রকাশিত - ২৩ জানুয়ারি, ২০২৫   ১০:৩৫ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : চট্টগ্রামের আনোয়ারায় বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে। বন্য হাতির আক্রমণে নিহত দুই, আহত ছয় এবং ফসলে ক্ষতিগ্রস্ত ৪৩ পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে দেয়া হয় ২৬ লাখ ৭২ হাজার টাকা ।

বৃহস্পতিবার দুপুরে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের সম্মেলন কক্ষে ক্ষতিগ্রস্ত পরিবারের স্বজনদের হাতে এই চেক তুলে দেয়া হয়।

চট্টগ্রামের বিভাগীয় বন কর্মকর্তা আবু নাছের মো. ইয়াছিন নেওয়াজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার ও বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা দীপান্বিতা ভট্টাচার্য্য এ সময় উপস্থিত ছিলেন।
২৪ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন