বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
Proval Logo

লেবু বাগানে মিলল মুদি ব্যবসায়ীর মরদেহ

প্রকাশিত - ২৩ জানুয়ারি, ২০২৫   ১০:১৫ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : টাঙ্গাইলের সখীপুরে আব্দুস সালাম মিয়া (৪৮) নামের এক মুদি দোকানীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে জবাই করে হত্যার পর মরদেহ লেবুর বাগানে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলার চকচকিয়া শ্রীপুর গ্রাম থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত আব্দুস সালাম মিয়া উপজেলার চকচকিয়া শ্রীপুর গ্রামের মৃত আমির আলীর ছেলে। তিনি  হাসানগঞ্জ চকচকিয়া বাজারে মুদির দোকান করতেন।

স্থানীয় ও পুলিশ জানান, আব্দুস সালাম বুধবার রাত ১০টার দিকে তার দোকান বন্ধ করে বাড়িতে ফিরছিলেন। তিনি বাড়ি না আসায় তার স্বজনরা সারারাত খোঁজাখুঁজি করেন। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে একটি লেবুর বাগানে তার জবাই করা মরদেহ দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহতের স্ত্রী বাছাতন বেগম বলেন, ‘আমার স্বামী তার দোকান বন্ধ করে বাড়িতে ফিরছিলেন। এ অবস্থায় তিনি নিখোঁজ হন। পরে সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাইনি। এক পর্যায়ে সকালে বাড়ির পাশে লেবু বাগানে জবাই করা মরদেহ দেখতে পাই। আমার স্বামীকে নির্মমভাবে জবাই করে হত্যা করেছে। আমার স্বামী হত্যার বিচার চাই।’

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন বলেন, ‘মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। খুব দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে আসামিদের গ্রেফতার করা হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’
২৪ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন