বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
Proval Logo

পঞ্চগড়ে তাপমাত্রা নামল ৭ ডিগ্রির ঘরে

প্রকাশিত - ১৯ জানুয়ারি, ২০২৫   ০৯:১৩ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : রাজধানীতে শীতের প্রকোপ না থাকলেও হাড়কাঁপানো শীতে কাঁপছে উত্তরের জেলা পঞ্চগড়।

আজ রোববার (১৯ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে শনিবার (১৮ জানুয়ারি) সকাল ৯টায় এ জেলায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তারও আগে বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) তাপমাত্রা রেকর্ড হয় ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

তীব্র ঠাণ্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে এ জনপদে বসবাসকারী লোকজন। কনকনে হিম শীতল বাতাসের সাথে দুর্ভোগ বাড়িয়েছে ঘন কুয়াশা। একই কারণে হাসপাতালে বেড়েছে শীত জনিত রোগীর সংখ্যা।

তীব্র ঠাণ্ডার কারণে কাজে বের হতে না পারায় অর্থকষ্টে পড়েছে জেলার প্রায় দশ হাজার পাথর শ্রমিক।
২৪ ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন