বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
Proval Logo

শিক্ষক লাঞ্ছিত : সেনাবাহিনীর আশ্বাসে সড়ক ছাড়ল শিক্ষার্থীরা

প্রকাশিত - ১২ জানুয়ারি, ২০২৫   ০৯:১১ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : নরসিংদীর ভাটপাড়ায় এক শিক্ষককে লাঞ্ছিতের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার (১২ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পযর্ন্ত নরসিংদী-টঙ্গী সড়ক অবরোধ করে রাখে তারা। পরে অভিযুক্তকে গ্রেপ্তারে সেনাবাহিনীর আশ্বাসে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।

জানা যায়, ভাটপাড়া নগেশচন্দ্র গুপ্ত উচ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মায়নাল হোসেন তার বাড়ী নির্মাণের কাজ করছিলেন। এতে স্থানীয় সন্ত্রাসী জুয়েল ঘোষ ও তার সহযোগীরা শিক্ষকের বাড়ী নির্মাণে বাধা দেয়া এবং চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় বৃহস্পতিবার সকালে বাড়ির সামনে শিক্ষককে মারধর ও লাঞ্ছিতের ঘটনা ঘটে।

এরই প্রেক্ষিতে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্কুলের শিক্ষার্থী ও স্থানীয় জনগণ সড়ক অবরোধ করে। ফলে নরসিংদী-টঙ্গী সড়কের দীর্ঘ ১০ কিলোমিটার অঞ্চলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সেনাবাহিনী আশ্বাস দিলে আড়াই ঘন্টা পর বেলা পৌনে ২টার দিকে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।
২৪ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন