২৪ঘন্টা অনলাইন : এবার চুয়াডাঙ্গার জীবননগর আদর্শ সরকারি মহিলা ডিগ্রি কলেজের ডিজিটাল ডিসপ্লেতে ভেসে উঠল ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু’। এর আগে গত ১ জানুয়ারি চুয়াডাঙ্গার জীবননগরের ১৫নং আন্দুলবাড়িয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে ডিসপ্লেতে ভেসে উঠে ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরে আসবে’।
শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যার দিকে জীবননগর পৌরসভার লক্ষ্মীপুর এলাকার আদর্শ সরকারি মহিলা ডিগ্রি কলেজের ডিজিটাল ডিসপ্লেতে এটি ভেসে ওঠে।
ঘটনাটি নিয়ে এলাকায় নানা আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। বিএনপি নেতাকর্মীরা এ বিষয়ে দ্রুত তদন্তপূর্বক ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে জীবননগর সরকারি মহিলা ডিগ্রি কলেজের ডিজিটাল সাইনবোর্ডে ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু' লেখা ভেসে ওঠে। মুহূর্তের মধ্যে বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। ঘটনাটি দ্রুত প্রশাসনকে জানানো হয়।
জীবননগর আদর্শ সরকারি মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রেজাউল ইসলাম জানান, কলেজের সার্ভারে ডিজিটাল ডিসপ্লেতে লেখাটি হঠাৎ মাগরিবের নামাজের আগে ভেসে ওঠে। স্থানীয়রা দেখেই মোবাইল ফোনে জানালে দ্রুত বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানানো হয়।
তিনি আরও বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে জীবননগর থানার ওসি ঘটনাস্থলে উপস্থিত হয়ে সার্ভারটি বন্ধ করে দেন। কিন্তু এটা কীভাবে হলো তা আমাদের জানা নেই।
জীবননগর উপজেলা যুবদলের সদস্য সচিব মো. কামরুল ইসলাম বলেন, ‘একটি সরকারি প্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠনের নাম ভেসে ওঠে কীভাবে? এটি আমাদের জানা নেই। তবে এটি সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।’
জীবননগর থানার ওসি মো. মামুন হোসেন বিশ্বাস বলেন, ‘ঘটনাটি শোনা মাত্র আমরা কলেজে যাই। সেখানে গিয়ে সাইনবোর্ডটি বন্ধ করে দেয়া হয়। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
প্রসঙ্গত, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বিভিন্ন সময়ে রেলওয়ের স্টেশন, স্কুল-কলেজ ও মসজিদের ডিজিটাল ডিসপ্লে হ্যাঙ করে পতিত সরকারের দোসররা এরকম প্রচারণা চালিয়ে যাচ্ছে।
২৪ঘন্টা/এআর