বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
Proval Logo

অভিজাত শপিংমলের দোকান থেকে আড়াইশ ভরি সোনা চুরি

প্রকাশিত - ০৯ জানুয়ারি, ২০২৫   ০৯:২৭ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : সিলেট নগরীর একটি অভিজাত শপিংমলের সোনার দোকানে চুরির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে কোনও এক সময় এই চুরির ঘটনা ঘটেছে বলে মার্কেটের ব্যবসায়ীদের ধারণা। নগরীর জিন্দাবাজারস্থ আল হামরা শপিং সিটির চতুর্থ তলার নুরানী জুয়েলার্সের শাটারের তালা ভেঙে এই চুরির ঘটনা ঘটে।

জুয়েলারি দোকানের মালিক মো. জাবেদ চৌধুরী দাবি করেন, তার দোকান থেকে প্রায় আড়াইশ ভরি সোনা চুরি হয়েছে।

জানা গেছে, প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে চলে যান মালিক ও কর্মচারীরা। সকালে দোকান খুলতে এসে দেখেন দোকানের শাটার বাইরে থেকে তালাবদ্ধ হলেও ভেতরে কোনও স্বর্ণ নেই। চোরেরা স্বর্ণ লুট করে নিয়ে যাওয়ার পাশাপাশি সিসিটিভির ডিভিআরও নিয়ে গেছে।

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি রহস্যজনক। দোকান মালিক মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন। রহস্য উদঘাটন করতে পুলিশ কাজ করছে। দোকানের সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ ও মোবাইলের কল লিস্ট ধরে কাজ করা হচ্ছে।
২৪ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন