বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
Proval Logo

পঞ্চগড়ে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রকাশিত - ০৮ জানুয়ারি, ২০২৫   ০৮:৫৭ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : পঞ্চগড়ের সুবিধাবঞ্চিত মানুষদের চিকিৎসায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের সেনা সদস্যরা।

বুধবার আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের বলরামপুর মহাবিদ্যালয় মাঠে দিনব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর নিজস্ব চিকিৎসকের মাধ্যমে তিন শতাধিক রোগীর চিকিৎসা সেবা প্রদানসহ বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। এছাড়া চোখ ও রক্তের গ্রুপ নির্নয়সহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থাও করা হয়।

পরে ইউনিয়নের প্রায় ৩ শতাধিক অসহায় মানুষের মাঝে শীতের উপহার হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের জেনারেল কমান্ডিং অফিসার (জিওসি) ও রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান।

সেনাবাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ সেনা সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
২৪ঘন্টা/এআর

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন