বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
Proval Logo

সুনামগঞ্জের শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত- ২

প্রকাশিত - ০৬ জানুয়ারি, ২০২৫   ০৯:৩০ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : সুনামগঞ্জ-জগন্নাথপুর সড়কের সিচনী এলাকায় আজ মোটরসাইকেল-সিএনজির মুখোমুখি সংঘর্ষে রাজন আহমদ ও আমিরুল ইসলাম নামের দুই মোটরসাইকেল আরোহী  নিহত হয়েছেন। আজ সকাল সাড়ে ১০ টার দিকে সুনামগঞ্জ-জগন্নাথপুর সড়কের  শান্তিগঞ্জ উপজেলার সিচনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন, জেলার দিরাই উপজেলার নুরপুর গ্রামের মৃত সৈয়দ মখদ্দুস আলীর ছেল  আমিরুল ইসলাম (৪০) ও শান্তিগঞ্জ উপজেলার আক্তাপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে রাজন আহমদ(২৫)

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সোমবার জগন্নাথপুর থেকে রাজন ও আমিরুল মোটরসাইকেলে শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারে আসার পথে সকাল সাড়ে ১০টার দিকে সুনামগঞ্জ-জগন্নাথপুর সড়কের সিচনী এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাজিব ও আমিরুল ঘটনাস্থেই মারা যান।

শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আকরাম আলী বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
২৪ঘন্টা/এআর

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন