২৪ঘন্টা অনলাইন : জেলায় বাগাতিপাড়া উপজেলায় আজ অধিক দামে সার বিক্রি ও মজুদের দায়ে চার ব্যবসায়ীকে মোট দুইলাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ সোমবার উপজেলার দয়ারামপুর বাজার ও মালঞ্চি বাজারে অভিযানকালে ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করেন বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হা-মীম তাবাসসুম প্রভা।
অভিযানকালে মূল্যতালিকা প্রদর্শন না করা, অধিক দামে সার ও কীটনাশক বিক্রি করার অপরাধে দয়ারামপুর বাজারের সার ব্যবসায়ী শরিফুল ইসলামকে ৩০ হাজার টাকা এবং জাহাঙ্গীর আলম ও আবু মোহাম্মদকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। মালঞ্চি বাজারে গুদামজাতকরণের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টির দায়ে ব্যবসায়ী মুক্তার হোসেনকে ৮০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক।
অভিযানকালে উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায় এবং আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
২৪ঘন্টা/এআর