বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
Proval Logo

২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ডেসটিনির হতাশা কাটিয়ে নবযাত্রার প্রত্যাশা

প্রকাশিত - ০৬ জানুয়ারি, ২০২৫   ০৪:২২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : দেখতে দেখতে ২৪ বছর পেরিয়েছে ৪৫ লাখ মানুষের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান ডেসটিনি ২০০০ লিমিটেড। ৫ জানুয়ারি ২০২৫ রবিবার ডেসটিনি-২০০০ লিমিটেড ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। ওই দিন সকালে উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) অডিটরিয়ামে। অনুষ্ঠানে বক্তারা ১২ বছরের সব হতাশা কাটিয়ে নবযাত্রায় শামিল হওয়া ঘোষণা দিয়েছেন। পাশাপাশি মিথ্যা মামলায় আটককৃত ডেসটিনি গড়ার পথিকৃৎ মো. রফিকুল আমীন, মোহাম্মদ হোসাইনসহ অন্যান্য পরিচালকদের মুক্তির দাবী করেছেন।

সকালে পবিত্র কোরআন তিলয়াতের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর সূচনা হয়। ডেসটিনি ২০০০ লিমিটেডের স্বতন্ত্র পরিচালক বোর্ড চেয়ারম্যান ব্যরিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন। তিনি হাইকোর্টকর্তৃক নিযুক্ত সকল বোর্ড পরিচালক, শেয়ারহোল্ডার, ডায়মন্ড এক্সিকিউটিভ ও সকল ডিস্ট্রিবিউটের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করে বলেন, আমরা ব্যবসা শুরুর দ্বার প্রান্তে। শীঘ্রই আমাদের হতাশা দূর হয়ে যাবে। তিনি বলেন যে, আমরা রমজান মাসে সারাদেশে স্বল্পমূল্যে খাদ্যদ্রব্য বিতরণ করবো। 

ডেসটিনি ২০০০ লিমিটেডের স্বতন্ত্র পরিচালক মো. ইকবাল জামাল বলেন, আমরা নিরলসভাবে ২৮ মাস ধরে কাজ করে যাচ্ছি। আমাদের উদ্দেশ্যে একটাই ডেসটিনির সুনাম যেন অক্ষুন্ন থাকে। আপনারা আমাদের প্রতি আস্থা রাখুন, বিশ্বাস রাখুন এবং ধৈর্য্য ধরুন।। আজ আপনাদের আশা-আকাংখার দীর্ঘ ১২ বছরের অপেক্ষার অবসান ঘটবে। আজকে থেকে নতুন যাত্রা শুরু হল।  বিশেষ অতিথি বরেণ্য সাংবাদিক এম এ আজিজ বলেন, ডেসটিনি ২০০০ লিমিটেডের ৪৫ লক্ষ ডিস্ট্রিবিউটর আপনারা এক একজন আলাদা আলাদা উদ্যোক্তা। আপনাদের দ্বারাই সম্ভব হবে বর্তমান বাংলাদেশ সরকারের স্বপ্ন বাস্তবায়ন করা। দেশকে বেকারমুক্ত করার জন্য এগিয়ে আসতে পারবেন।  বিনিয়োগকারীদের কোন অভিযোগ নাই।  

অনুষ্ঠানের সভাপতির ইঞ্জিনিয়ার আহমেদ মুশফেক আনাম বলেন, ডেসটিনি সবচেয়ে বড় সম্পদ ৪৫ লাখ সুশৃঙ্ক্ষল প্রশিক্ষিত পরিবেশক। অন্যান্য সম্পদ আসে যায় কিন্ত এই সম্পদ কেনা যায় না, এই সম্পদ তৈরি হয়েছে।  আমরা মহামান্য হাইকোর্টকর্তৃক নিযুক্ত হয়ে কিছু নির্দেশনা নিয়ে এসেছি। গত ১২ বছর আপনারা আপনাদের বিনিয়োগ এবং কর্মক্ষেত্র নিয়ে হতাশায় কটিয়েছেন। ইনশাল্লাহ আজ থেকে হতাশা কাটিয়ে নবযাত্রা শুরু হবে। আমরা অবশ্যই আইন মেনে ব্যবসা করবো। অচিরেই বিনিয়োগকারীদের বিনিয়োগ ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে। 

ডেসটিনি-২০০০ লিমিটেডের ব্যাবস্থাপনা সমন্বয়ক মো. আশরাফুল আমীন তার বক্তব্যে মো. রফিকুল আমীন, মোহাম্মদ হোসাইনসহ অন্যান্য পরিচালকদের মুক্তির দাবী করেন। আনন্দ-উৎসবের এমন দিনে এখানে আরো বক্তব্য রাখেন— মুহাম্মদ জাকির হোসেন, মো. সাইফুল আলম রতন, সামনুন এহসান শামীম, বিপ্লব বিকাশ শীল, মোহাম্মদ কামরুল হাসান, পরিচালক, জি এম গোলাম রাব্বানী সুমন, মোহাম্মদ মনিরুজ্জামান মনির, জাহাঙ্গীর আলম, শামছুল আলম, মঈন উদ্দিন আহমেদ ও ইব্রাহিম খলিল লিটন প্রমুখ। 

বিপুল উৎসাহ-উদ্দীপনার আয়োজনে সারা দেশের ডেসটিনির প্রতিনিধিরা অংশ নিয়েছেন। পাশাপাশি যারা আসতে পারেননি; তারা যুক্ত ছিলেন অনলাইন প্লাটফর্মে। সবশেষে কেক কেটে নবযাত্রার ঘোষণা করা হয়। 
২৪ঘণ্টা/আসো
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন