বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
Proval Logo

যমুনা রেলসেতুতে পূর্ণগতিতে চললো পরীক্ষামূলক ট্রেন

প্রকাশিত - ০৫ জানুয়ারি, ২০২৫   ০৮:৪৪ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : যমুনা নদীর বুকে সদ্য নির্মিত দেশের বৃহৎ যমুনা রেলসেতুতে শুরু হয়েছে পূর্ণগতিতে ট্রায়াল ট্রেনের টেস্ট রান। আপ ও ডাউন লাইনে দুটি ট্রায়াল ট্রেনের মাধ্যমে শুরু হওয়া এ টেস্ট রান চলবে আগামিকাল পর্যন্ত।রোববার (৫ জানুয়ারি) সকাল ৯টা ২০ মিনিটে একই সাথে আপ ও ডাউন লাইন থেকে টেস্ট রান শুরু হয়।

বঙ্গবন্ধু রেলসেতু’র প্রকল্প পরিচালক আবু ফাত্তাহ মো: মাসুদুর রহমান জানান, এর আগে গত ২৬ নভেম্বর আমরা সর্বোচ্চ ৪০ কি.মি. গতিসীমায় রেলওয়ে সেতু দিয়ে পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হয়। আজ রোববার পূর্ণগতি দিয়ে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু হয়েছে।

তিনি আরও জানান, আগামীকাল সোমবারও রেলসেতুতে পূর্ণগতিতে পরীক্ষামূলকভাবে ট্রেন চালিয়ে ভুলত্রুটি সনাক্ত করা হবে। পরীক্ষামূলক ট্রেন চলাচল সবকিছু ঠিক থাকলে খুব শীঘ্রই রেলসেতুটি উদ্ধোধন করা হবে।

প্রকল্প পরিচালক বলেন, এ রেলসেতু দিয়ে ট্রেন চলবে ১০০ থেকে ১২০ কিলোমিটার গতিতে। সেতুটির ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে জাপানি কোম্পানি ওটিজি ও আইএইচআই জয়েন্টভেঞ্চার।
২৪ ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন