বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
Proval Logo

উল্লাপাড়ায় জোড়া খুনের দায়ে ৪ জনের মৃত্যুদণ্ড

প্রকাশিত - ০৫ জানুয়ারি, ২০২৫   ০৮:৩৬ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চাঞ্চল্যকর জোড়া খুনের দায়ে ৪ জনকে মৃত্যুদণ্ড ও ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

রোববার দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা তৃতীয় আদালতের বিচারক মাহবুবুর রহমান এ রায় দেন বলে জানিয়েছেন ওই আদালতের রাষ্ট্রপক্ষের কৌসুলি (অতিরিক্ত পিপি) হামিদুল ইসলাম দুলাল।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- উল্লাপাড়া উপজেলার চক পাঙ্গাসী গ্রামের আক্তার প্রামাণিকের ছেলে হাসানুর হাসু (৪৫), একই গ্রামের হাজী আফাজ উদ্দিনের ছেলে কাওছার আলী, দেল মাহমুদের ছেলে মোয়াজ্জেম হোসেন রিন্টু ও মৃত লাজেমুদ্দিন প্রামাণিকের ছেলে জাহিদুল ইসলাম আলিম।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- একই গ্রামের আশরাফ (৫০), মোতালেব (৪০), রেজাউল (৩২), দুলাল (৩৫), মনিরুল (৩০), সাদ্দাম (২৮), বেল্লাল (৫০) ও আওয়াল (৩০)।

এছাড়াও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ৫০ হাজার টাকা করে এবং যাবজ্জীবনপ্রাপ্ত আসামিদের ২৫ হাজার করে জরিমানা করা হয়েছে। তা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে তাদের।

মামলার বিবরণীতে জানা যায়, ২০১৭ সালের ২১ জানুয়ারি চক পাঙ্গাসী গ্রামে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে আসামিরা দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে প্রতিপক্ষের উপর হামলা চালায়। তাদের হামলায় আবু সাইদ, সাইফুল ইসলাম, সোনা মিয়া, আবুল কালাম, মকবুল হোসেনসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। এ সময় বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে চলে যায় হামলাকারীরা।

পরে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত সাইফুল ইসলাম ও মকবুল হোসেন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায়  মারা যান।

এ ঘটনায় শহিদুল ইসলাম বাদী হয়ে ৫১ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে বিচারক চারজনের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। বাকি আসামিদের খালাস দেন আদালত।
২৪ ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন