২৪ ঘন্টা অনলাইন : নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাত সন্দেহে গ্রামবাসীর গণপিটুনিতে মুকুল নামে একজন নিহত হয়েছেন।
শুক্রবার রাত একটার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের জোকারদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুকুল মিয়া ওই এলাকার কাদিল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, রাত একটার দিকে জোকারদিয়া গ্রামের একটি বাড়িতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রামবাসী টের পেয়ে ডাকাত দলকে ধাওয়া দেয়। এসময় গ্রামের মসজিদের মাইকে ডাকাত পড়েছে বলে ঘোষণা দেওয়া হলে গ্রামবাসী ছুটে গিয়ে মুকুলকে আটকের পর গণপিটুনি দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে নিহতের স্বজনেরা গিয়ে মকবুলের লাশ সনাক্ত করেন।
নিহতের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মুকুলের বিরুদ্ধে ডাকাতি ও বিস্ফোরক আইনে পাঁচ মামলা রয়েছে বলে জানান আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন।
২৪ ঘন্টা/এআর