বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
Proval Logo

নোয়াখালীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত - ০২ জানুয়ারি, ২০২৫   ১০:০৭ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : নোয়াখালীর চাটখিলে অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে নিয়ে যাওয়ার দায়ে সাইফুল ইসলাম নামে একব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার দুপুরে চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের রাজ্জাকপুর গ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব উসমান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম নামে একব্যক্তি এক্সেভেটর দিয়ে আবাদি জমির মাটি কেটে ড্রাম ট্রাকে করে অন্যত্র নিয়ে যাচ্ছিল। অভিযানকালে এক্সেভেটরটি জব্দ করা হয়।

ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) আকিব উসমান বলেন, কৃষি জমির সুরক্ষা ও অনাবাদি জমি আবাদের বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে।পাশাপাশি কৃষি জমির টপসয়েল কর্তনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযান অব্যহত থাকবে।
২৪ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন