২৪ঘন্ট অনলাইন : কক্সবাজারের চকরিয়ায় গোসল করতে নেমে ছড়া খালের পানিতে ডুবে তছলিমা জান্নাত (১৬) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
আজ রোববার দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের বালুচর দক্ষিণ ষোলহিচ্ছা এলাকার বগাছড়ি ছড়াখালে এই ঘটনা ঘটে।
তছলিমা জান্নাত ওই এলাকার গিয়াস উদ্দিনের কন্যা ও স্থানীয় ডুলাহাজারা কলেজিয়েট ইন্সটিটিউটের দশম শ্রেণির ছাত্রী।
স্কুল পরিচালনা কমিটির সদস্য মো. খালেদ চৌধুরী পানিতে ডুবে স্কুল ছাত্রী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে বাড়ির অদূরে বগাছড়ি ছড়াখালে গোসল করতে যায় তছলিমা। এ সময় ডুব দেওয়ার পর সে আর না উঠলে তার সাথে থাকা অপর শিশুরা তাকে খুঁজতে থাকে। কিছুক্ষণ পর তছলিমার মরদেহ ভেসে ওঠে ।
২৪ঘন্টা/এআর