২৪ঘন্ট অনলাইন : সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় রোহিঙ্গাসহ ৬৬ জনকে কক্সবাজারের টেকনাফ থেকে উদ্ধার করেছে পুলিশ।
এ সময় পাঁচজন দালালকেও আটক করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৪টি রাইফেলের গুলি, একটি রামদা ও একটি কিরিচ ।
রোববার ভোরে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মধ্যম কচ্ছপিয়া পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৬১ জন রোহিঙ্গা ও ৫ জন বাংলাদেশিকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন। এদের মধ্যে ১৮ জন পুরুষ, ১১ জন নারী ও ৩৭টি শিশু রয়েছে।
পুলিশের হাতে আটক দালালরা হলো, টেকনাফ পৌরসভার শিলবনিয়া পাড়ার মো. রাশেদ (২৫), বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার সালেহ আহাম্মদ (৩৫), তার ভাই নুরুল কবির (২৭) ও সৈয়দ আলম (২৪) এবং চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার গাছুয়া এলাকার কামরুল ইসলাম ওরফে মো. শিপন (৩২)।
আটক দালালদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলে জানান ওসি গিয়াস উদ্দিন।
২৪ঘন্টা/এআর