বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
Proval Logo

নৌযান শ্রমিকদের কর্মবিরতি স্থগিত: চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস শুরু

প্রকাশিত - ২৯ ডিসেম্বর, ২০২৪   ০৮:৫৩ পিএম
webnews24

২৪ঘন্ট অনলাইন : নৌযান শ্রমিকদের চলমান কর্মবিরতি স্থগিত করায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে আজ পণ্য খালাস শুরু হয়েছে।
 
চাঁদপুরে মেঘনা নদীতে লাইটার জাহাজে সাতজনকে খুনের ঘটনার বিচার ও নৌপথে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে গত বৃহস্পতিবার থেকে চলমান কর্মবিরতি শনিবার রাতে স্থগিত হয়েছে। তাই আজ রোববার সকাল থেকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে সব ধরনের পণ্য খালাস কার্যক্রম শুরু হয়।
 
নৌ-পরিবহন অধিদপ্তরের মহাপরিচালকের অনুরোধে কর্মবিরতি স্থগিত করা হয় বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ নৌযান ফেডারেশনের যুগ্ম-সম্পাদক নবী আলম।
 
তিনি জানান, শ্রমিকনেতাদের সঙ্গে সরকারের ফলপ্রসূ আলোচনা হয়েছে। আবারও আলোচনায় বসবেন উভয় পক্ষ। দেশের বৃহত্তর স্বার্থে কর্মবিরতি স্থগিত করা হয়েছে। কর্মসূচি প্রত্যাহারের পর আজ সকাল থেকে চট্টগ্রাম নগরের মাঝির ঘাট, বাংলাবাজার ও সদরঘাট এলাকায় ১৬টি বেসরকারি ঘাটে লাইটার জাহাজ শ্রমিকরা কাজে যোগ দেন। এতে বন্দরের বহির্নোঙর থেকে সব ধরনের পণ্য খালাস কার্যক্রম শুরু হয়। এর আগে গত বৃহস্পতিবার রাত ১২টা থেকে এ কর্মবিরতি পালন করছেন নৌযান শ্রমিকেরা।
 
ইনল্যান্ড ভ্যাসেল ওনার্স এসোসিয়েশন অব চিটাগাং-আইভোয়াকের সহসভাপতি ও মুখপাত্র পারভেজ আহমেদ বলেন, সরকারের সময়োপযোগী উদ্যোগের ফলে সংকটের সুরাহা হলো। শ্রমিক নেতাদের সাথে আলোচনা শুরু করতে বিলম্ব হলে দেশ আরো ক্ষতির মুখে পড়ত।
 
সাত খুনের ঘটনার পরপরই প্রশাসনের কাছে চার দফা দাবিতে ৭২ ঘণ্টা সময়সীমা বেঁধে দিয়েছিল নৌযান শ্রমিক ফেডারেশন। সাত খুনের ঘটনায় প্রকৃত দোষীদের গ্রেফতার করে বিচার, নৌ-পথের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, নিহত শ্রমিকদের প্রত্যেকের পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবী তোলে নৌযান শ্রমিকরা।
২৪ঘন্টা/এআর
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন