বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
Proval Logo

জিরো পয়েন্টে গণজমায়েত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

প্রকাশিত - ১০ নভেম্বর, ২০২৪   ০২:০৮ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে রাজধানীর গুলিস্তানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়েত কর্মসূচি শুরু হয়েছে।রোববার (১০ নভেম্বর) দুপুর ১২টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে প্রধান সড়কের সামনে তৈরি গণপ্রতিরোধ মঞ্চে তাদের গণজমায়েত কর্মসূচি শুরু হয়।
গণজমায়েত কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত রয়েছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের সমন্বয়করা বক্তব্য রাখছেন এতে।
সমাবেশে শিশুবক্তা রফিকুল ইসলাম মাদানী বলেন, আমি সমস্ত যুবসমাজকে বলবো, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমরা সবাই ভাই ভাই হয়ে থাকি। এদেশে ভারতীয় দালালদের ঠাঁই হবে না, আওয়ামী ফ্যাসিবাদের ঠাঁই হবে না। রাজনৈতিক দলগুলোকে বলবো, নিজস্ব স্বার্থ হাসিলের জন্য আপনারা ঝগড়া করবেন না। যে ছাত্র সমাজ হাসিনার গুলির সামনে জীবন দিয়েছে, তাদের অসন্মান করবেন না। আমরা চাই ২৪ এর বিপ্লবকে আরও সুসংগঠিত করতে। সেজন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি বলেন, আমরা শত্রুকে অবহেলা করবো না। আজ গুলিস্তানে নামলে কাল বিভাগীয় পর্যায়ে ফ্যাসিবাদ নামবে, কাল বিভাগীয় শহর, পরশু জেলা শহরে তারা নামবে। তাই আমরা তাদের সেই সুযোগ দেবো না। এর আগে সকাল থেকেই গুলিস্তান জিরো পয়েন্টে আসতে শুরু করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। গুলিস্তান থেকে স্টেডিয়াম যাওয়ার রাস্তায় ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেন তারা। 
২৪ঘণ্টা/আসো

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন