বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
Proval Logo

অনুমোদনহীন কোনো হাট বসলেই কঠোর ব্যবস্থা

প্রকাশিত - ০৬ জুন, ২০২৪   ১২:১৬ এএম
webnews24

প্রভাত সংবাদদাতা,  লক্ষ্মীপুর : ঈদুল আজহাকে কেন্দ্র করে লক্ষ্মীপুরে অনুমোদন ছাড়া সড়ক-মহাসড়কের উপর কোনো হাট বাজার বসলেই কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। জনগণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে জানানো হয়। এছাড়া গরু ব্যাপারীদের নিরাপত্তা ও হাটগুলোতে জাল নোট পরীক্ষার মেশিনসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করা হবে বলে জানান ডিসি ও এসপি। বুধবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে আয়োজিত এক সভায় এসব তথ্য জানানো হয়। তবে জেলায় কতটি পশুর হাট বসবে এবং যানযটের কতটি স্পট তা জানাতে পারেনি কেউ।  ডিসি বললেন, স্থায়ী পশুর হাট সড়কের পাশে বসবে, অস্থায়ী বসতে পারবে না। হাটগুলোতে বিনামূল্যে কাঁচা লবনের ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। কোরবানির পশুর হাটের তালিকা এখনো নির্ধারণ করা হয়নি। একই ইউনিয়নে একাধিক হাটের বিষয়ে তদন্ত করে ২/১ দিনের মধ্যে তালিকা প্রকাশ করা হবে বলে জানান ডিসি। 

পুলিশ সুপার তারেক বিন রশিদ তার বক্তব্যে বলেন, ধর্মীয় উৎসব সবাই মিলে করবো, সড়ক-মহাসড়কের উপর কোনো হাট বাজার বসলেই কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। জাল নোট সনাক্ত করার মেশিনসহ আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে থাকবে। জেলা প্রশাসনের আয়োজনে পশুর হাট, নির্দিষ্ট স্থানে পশু কোরবানি ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক। এতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী রেজা-ই রাফিন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহের নিগার, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া ও লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল প্রমুখ।
প্রভাত/আসো

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন