বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
Proval Logo

মুন্সিগঞ্জে সাবেক এমপিসহ ৫০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

প্রকাশিত - ২০ আগস্ট, ২০২৪   ০৮:১৯ পিএম
webnews24

প্রভাত সংবাদদাতা,  মুন্সিগঞ্জ : মুন্সিগঞ্জে সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফয়সালসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়েছে। ৪ আগস্ট শহরের সুপার মার্কেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রিয়াজুল ফরাজী (৪৫) নামের এক দিনমজুর গুলিতে নিহত হওয়ার ঘটনায় এ মামলা হয়েছে। গত সোমবার রাত সাড়ে ১২টার দিকে তাঁর স্ত্রী রুমা বেগম বাদী হয়ে মুন্সিগঞ্জ সদর থানায় মামলাটি করেন।
মামলায় ২০৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খায়রুল হাসান।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ৪ আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে সুপার মার্কেট এলাকার কৃষি ব্যাংকসংলগ্ন স্থানে ছাত্র–জনতার শান্তিপূর্ণ অসহযোগ আন্দোলন চলছিল। ওই সময় সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফয়সালের নির্দেশে অস্ত্র, ককটেল, ছুরি, রামদা নিয়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা ছাত্রজনতার ওপর হামলা করে। হামলার একপর্যায়ে ফয়সালের নির্দেশে শহর ছাত্রলীগের সভাপতি নসিবুল ইসলাম, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন গুলি চালায়। মামলার অন্য আসামিরা তাঁকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। একপর্যায়ে ছাত্র-জনতার ওপর এলোপাতাড়ি গুলি চালিয়ে সেই জায়গা ছাড়ে তারা।


 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন