বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
Proval Logo

রাউজানে ২ পক্ষের সংঘর্ষে আহত ১২

প্রকাশিত - ১৮ আগস্ট, ২০২৪   ০৮:৫৭ পিএম
webnews24

প্রভাত সংবাদদাতা, রাউজান : চট্টগ্রামের রাউজানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শী ও দলীয় কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত শনিবার সন্ধ্যায় রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের জিয়া বাজার এলাকায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা একটি মিছিল বের করেন। এ সময় মিছিলে হামলা চালান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক রাষ্ট্রদূত গোলাম আকবর খোন্দকারের অনুসারীরা। এতে দুই পক্ষের সংঘর্ষে ১২ জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সংঘর্ষে আহত ব্যক্তিদের মধ্যে উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদার, রাউজান উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জানি আলম, উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছোটন আজম, রাউজান উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শুক্কুর, রাউজান উপজেলা যুবদল নেতা মোহাম্মদ সেলিম, যুবদল নেতা আজাদ, মোহাম্মদ হাসান, মোহাম্মদ তারেক, মোহাম্মদ গিয়াস ও মোহাম্মদ জাগিরের নাম জানা গেছে। এ ছাড়া গোলাম আকবর খন্দকারের আরও কয়েকজন অনুসারী আহত হওয়ার খবর পাওয়া গেলেও তাঁদের পরিচয় জানা যায়নি।
এ প্রসঙ্গে জানতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, বিএনপির দুই পক্ষের সংঘর্ষের কোনো তথ্য পাননি। কেউ থানায় অভিযোগ করেননি বলেও দাবি করেন ওসি।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন