বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
Proval Logo

রাজধানী ও জেলা-মহানগরে আওয়ামী লীগের জমায়েত আজ

প্রকাশিত - ০৪ আগস্ট, ২০২৪   ১১:১৪ এএম
webnews24

প্রভাত রিপোর্ট : রাজধানীর দুই সিটি করপোরেশনের আওতাধীন সব ওয়ার্ডে এবং দেশের সব জেলা ও মহানগরে আজ কর্মী জমায়েত কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ। একই সঙ্গে আগামীকাল সোমবার দলটির পক্ষ থেকে ঢাকায় শোক মিছিল করা হবে।

গতকাল শনিবার (৩ আগস্ট) রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কর্মসূচি ঘোষণা করেন।
ওবায়দুল কাদের বলেন, কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে আওয়ামী লীগ শিক্ষার্থীদের সঙ্গে কোনো সংঘাত চায় না।
আওয়ামী লীগের দুদিনের নতুন কর্মসূচি ঘোষণা করে তিনি জানান, রোববার (৪ আগস্ট) রাজধানীর ওয়ার্ডে ওয়ার্ডে এবং জেলা ও মহানগরে জমায়েত করা হবে। সোমবার বিকেল ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে নিহত এবং সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে শোক মিছিল করা হবে।এদিকে, আজ রোববার সারাদেশে ‘সর্বাত্মক অসহযোগ’ কর্মসূচি পালন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গতকাল শনিবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ থেকে সরকারের পদত্যাগের এক দফা ঘোষণা করে আন্দোলনকারীরা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন