বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
Proval Logo

ছাত্র-ছাত্রীদের দেখলেই মনে হবে এরাই রাজাকার : জাফর ইকবাল

প্রকাশিত - ১৬ জুলাই, ২০২৪   ০৯:৫০ পিএম
webnews24

প্রভাত রিপোর্ট :‘রাজাকার’  স্লোগান নিয়ে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সামাজিক যোগাযোগমাধ্যম। বিষয়টি নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন লেখক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল। ‘সাদাসিধে কথা’ নামে নিজের একটি ওয়েবসাইটে বিষয়টি নিয়ে ২ প্যারায় ছোট্ট একটি চিরকুট লিখে দিয়ে নিজের মতামত জানিয়েছেন তিনি। তার নিজ হাতে লেখা সেই চিরকুটও সেখানে আপলোড করা হয়েছে। তাতে জাফর ইকবাল লিখেছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় আমার বিশ্ববিদ্যালয়, আমার প্রিয় বিশ্ববিদ্যালয়। তবে আমি মনে হয় আর কোনোদিন এই বিশ্ববিদ্যালয়ে যেতে চাইবো না। ছাত্র-ছাত্রীদের দেখলেই মনে হবে, এরাই হয়তো সেই রাজাকার।’ তিনি আরও লেখেন, ‘আর যে কয়দিন বেঁচে আছি, আমি কোনো রাজাকারের মুখ দেখতে চাই না। একটাই তো জীবন। সেই জীবনে আবার কেন নতুন করে রাজাকারদের দেখতে হবে?’ লেখাটি নিয়ে জানতে চাইলে ড. জাফর ইকবাল সংবাদমাধ্যমকে বলেন, ‘হ্যাঁ, আমি এটা লিখেছি। আমার ওয়েবসাইট সাদাসিধে কথা আর্কাইভে এটা পাবেন। এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত, অনুভূতি।’

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন নিয়ে রবিবার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিক্রিয়ায় ওইরাতেই ঢাবি ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, ‘মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এতো ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধার নাতি-নাতনিরা (কোটা) পাবে না, তাহলে কি রাজাকারের নাতি-পুতিরা পাবে? এর প্রতিবাদে বিক্ষোভ মিছিলে আন্দোলনকারীরা, চাইতে গেলাম অধিকার হয়ে গেলাম রাজাকার, তুমি কে আমি কে রাজাকার রাজাকার, লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারও বাপের নয়, কে রাজাকার কে রাজাকার তুই রাজাকার তুই রাজাকার, সেøাগান দেন। প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবিতে আজ দেশের বিভিন্ন ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের ওপর দফায় দফায় হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। 

প্রভাত/টুর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন