বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
Proval Logo

ড. ইউনূসের জামিনের মেয়াদ বাড়ল

প্রকাশিত - ০৪ জুলাই, ২০২৪   ০৯:০৩ পিএম
webnews24

প্রভাত রিপোর্ট : শ্রম আইন লঙ্ঘনের মামলায় সাজাপ্রাপ্ত ড. মুহাম্মদ ইউনূসের জামিনের মেয়াদ ১৪ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করেছে শ্রম আপিল ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার সকালে জামিন ও আপিল শুনানিতে ঢাকার শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এম এ আউয়াল (সিনিয়র জেলা ও দায়রা জজ) এ আদেশ দেন। 
ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হাইকোর্টের রায়ের সার্টিফাইড কপি তাঁরা তুলতে পারেনি। সেজন্য সময় বৃদ্ধির পাশাপাশি তাঁর (ড. ইউনূস) স্থায়ী জামিনের আবেদন জানানো হয়। তবে স্থায়ী জামিনের বিষয় বাদী পক্ষে আপত্তি জানায়। বাদীপক্ষের আইনজীবী খুরশীদ আলম জানান, আসামিপক্ষের আবেদনের পর ১৪ আগস্ট পর্যন্ত শুনানি মুলতবি করা হয়েছে। পরবর্তী তারিখে যদি আপিল বিভাগ থেকে কোনো রায় আসে, তবে আপিল শুনানি হবে। আদালতে ড. ইউনূস বলেন, এটা বিতর্কের বিষয় না, আইন আদালতের বিষয়। বৃহস্পতিবার শুনানিতে খাঁচার ভেতর থাকতে হয়নি বলেও স্বস্তি প্রকাশ করেন তিনি। এর আগে, শুনানিতে অংশ নিতে ঢাকার শ্রম আপিল ট্রাইব্যুনালে উপস্থিত হন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস। গত ২৩ মে ড. ইউনূসের জামিনের মেয়াদ ৪ জুলাই পর্যন্ত বাড়ায় আদালত। ২৮ জানুয়ারি এ মামলায় ছয় মাসের কারাদ-ের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে ড. ইউনূসসহ চারজনের আপিল শুনানির জন্য গ্রহণ করে আদালত।

 

প্রভাত/টুর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন