বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
Proval Logo

মাধ্যমিকে ষান্মাসিক মূল্যায়ন শুরু

প্রকাশিত - ০৪ জুলাই, ২০২৪   ০১:০৮ এএম
webnews24

প্রভাত  প্রতিবেদক : বুধবার থেকে মাসব্যাপী ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন শুরু হয়েছে। বুধবার (৩ জুলাই) মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানানো হয়েছে।  

সকাল ১০টায় শুরু হওয়া ষষ্ঠ থেকে নবম শ্রেণির ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে সারাদেশে প্রায় ৫০ লাখ শিক্ষার্থী অংশ নিচ্ছে। লিখিত অংশে ৬৫ শতাংশ এবং কার্যক্রম ভিত্তিক অংশে ৩৫ শতাংশ নম্বর রয়েছে। তিন ঘণ্টা লিখিত শেষে এক ঘণ্টা বিরতি দিয়ে হবে আবারও এক ঘণ্টার কার্যক্রম ভিত্তিক অংশে মূল্যায়ন হবে।

এদিকে, নতুন শিক্ষাক্রম অনুযায়ী, মূল্যায়ন কাঠামো অনুমোদন দিতে সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয় মাধ্যমিক স্তর এবং কারিগরি ও মাদ্রাসা স্তরের যৌথ জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির (এনসিসিসি) সভা। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় কিছু পর্যবেক্ষণ দিয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের মূল্যায়ন কৌশলের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ২০২৩ সালে প্রথম ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন কারিকুলাম শুরু হয়েছে। ২০২৪ সালে দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবমে এবং ২০২৫ সালে নতুন কারিকুলাম চতুর্থ, পঞ্চম ও দশম শ্রেণিতে চালু হবে। নতুন কারিকুলামে এসএসসি পরীক্ষা হবে ২০২৬ সালে।
প্রভাত/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন