বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
Proval Logo

দেবীগঞ্জে নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু

প্রকাশিত - ০২ জুলাই, ২০২৪   ০৬:১৮ পিএম
webnews24
অনলাইন ডেস্ক

প্রভাত সংবাদদাতা, পঞ্চগড় : পঞ্চগড়ের দেবীগঞ্জে বুড়িতিস্তা নদীতে ডুবে ফজল হোসেন (৮৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার চিলাহাটি ইউনিয়নের চর তিস্তাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ফজল হোসেন একই ইউনিয়নের গুচ্ছগ্রামের মৃত ওনমামুনের ছেলে।  জনপ্রতিনিধি ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন ফজল হোসেন। মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে নিজের ছাগল নিয়ে চর তিস্তাপাড়া গ্রামে বুড়িতিস্তা নদীর পাশ দিয়ে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যান ফজল হোসেন। এ সময় তিনি মাথা ঘুরে নদীর পানিতে পড়ে যান। বেশ কিছু সময় পর স্থানীয়রা তার ভাসমান মরদেহ উদ্ধার করে।
চিলাহাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন