বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
Proval Logo

রাঙামাটিতে বজ্রপাতে নারীসহ ৪ জনের মৃত্যু

প্রকাশিত - ১৫ জুন, ২০২৪   ১০:৪৭ পিএম
webnews24
অনলাইন ডেস্ক

রাঙামাটিতে বজ্রপাতে নারীসহ ৪ জনের মৃত্যু রাঙামাটির লংগদু উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় এক নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ জুন) বিকেলে এসব ঘটনা ঘটে। বিজ্ঞাপন লংগদু থানা পুলিশের ওসি হারুনুর রশিদ বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি চেয়ারম্যান টিলার মো. ইব্রাহিমের স্ত্রী রিনা বেগম (৩৬) নিজ বাড়িতে বজ্রপাতে মারা যান। বিজ্ঞাপন অন্যদিকে একই উপজেলার মাইনি বাজার থেকে বাজার শেষে বাড়ি ফেরার পথে কাপ্তাই হ্রদে বোট চলমান অবস্থায় বজ্রপাতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- বাচ্চু মিয়া (৩০), জিয়াউল হক (৫০) ও ওবায়দুল্লাহ (৩০)। এ ঘটনায় বোটচালক আক্কাস আলী (৪৫) নিখোঁজ রয়েছেন। রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (লংগদু সার্কেল) মো. আবদুল আউয়াল জানান, লংগদু উপজেলার দুই স্থানে বজ্রপাতে মোট চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। সেখানে পৌঁছানোর পর বিস্তারিত জানা যাবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন