বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
Proval Logo

সীমান্তের ফেনসিডিল ঢাকায় এনে সরবরাহ সারাদেশে

প্রকাশিত - ১১ জুন, ২০২৪   ০৯:৫২ পিএম
webnews24

প্রভাত রিপোর্ট : ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন পানগাঁও এলাকায় অভিযান চালিয়ে ১৪৭০ বোতল ফেনসিডিল এবং বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তাররা হলেন, মাদক ডিলার শেখ শফিজুল ইসলাম (৪৭) ও মো. মাসুদ রানা (৪২)। সোমবার দিবাগত রাতে গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের পানগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-১০ এর একটি দল। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার এবং মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দ মাদকের অবৈধ বাজারমূল্য আনুমানিক ৫০ লাখ টাকা। 

র‌্যাব-১০ বলছে, বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে তারা প্রাইভেটকারযোগে ফেনসিডিল ও বিদেশি মদসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে। পানগাঁও এলাকার একটি বাড়িতে সেসব মজুদ রেখে প্রাইভেটকার ও মোটরসাইকেলযোগে ঢাকাসহ সারা দেশে সরবরাহ করত। মঙ্গলবার দুপুর ১২টায় কেরানীগঞ্জ র‌্যাব-১০ কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-১০ এর অধিনায়ক ও অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন। 

তিনি বলেন, সম্প্রতি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০ জানতে পারে, কিছু মাদক কারবারি বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিল ও বিদেশি মদসহ মাদকের বড় বড় চালান নিয়ে এসে তাদের সুবিধাজনক স্থানে মজুদ রেখে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় প্রাইভেটকারযোগে সরবরাহ করে আসছে।
প্রভাত/আসো
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন