২৪ ঘন্টা অনলাইন : জেলায় আজ তারুণ্যের উৎসব উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে নীলফামারী পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী এবং হরিজন সম্প্রদায়ের মধ্যে দুইশতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।
আজ সোমবার সকাল ১০টায় পৌরসভা মিলনায়তনে আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
এসময় জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও নীলফামারী পৌরসভার প্রশাসক মো. সাইদুল ইসলাম-সহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. সাইদুল ইসলাম জানান, তারুণ্যের উৎসব উপলক্ষ্যে সোমবার জেলা প্রশাসনের উদ্যোগে নীলফামারী পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী ও হরিজন সম্প্রদায়ের মধ্যে দুইশতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।
২৪ঘন্টা/এআর